আইসিসির হালনাগাদ: ওয়ানডের শীর্ষে নিউজিল্যান্ড, টি-টোয়েন্টিতে টাইগারদের উন্নতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আইসিসির হালনাগাদ: ওয়ানডের শীর্ষে নিউজিল্যান্ড, টি-টোয়েন্টিতে টাইগারদের উন্নতি

editor
প্রকাশিত মে ৩, ২০২১
আইসিসির হালনাগাদ: ওয়ানডের শীর্ষে নিউজিল্যান্ড, টি-টোয়েন্টিতে টাইগারদের উন্নতি

ডেস্ক নিউজ:

টি-টোয়েন্টি ফরম্যাটে সেভাবে পারর্ফম করতে না পারলেও র‍্যাংকিং এ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সোমবার আইসিসির হালনাগাদ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে।কিউইরা টি-টোয়েন্টিতেও এগিয়েছে। বাংলাদেশ অবশ্য আগের মতোই ওয়ানডেতে সাত নম্বরে আছে। এই র‌্যাংকিং তালিকা তৈরিতে গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্সের অর্ধেক বিবেচনায় আনা হয়েছে। গত এক বছরে নিজেদের একমাত্র ওয়ানডে সিরিজে গত মার্চে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। বার্ষিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট পেয়ে ১২১ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। অন্যদিকে এক নম্বর থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারত নেমে গেছে তিনে। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।