মুঘল বিজয়ের স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪২, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুঘল বিজয়ের স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

editor
প্রকাশিত মে ২০, ২০২১
মুঘল বিজয়ের স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

ডেস্ক নিউজ, ঢাকা:

দক্ষিণমুখী সড়কটা হঠাৎ দুভাগ হয়ে চলে গেছে দুদিকে। দুটি পথ পরম মমতায় আগলে রেখেছে একটি ছোট্ট পাহাড়। ওই পাহাড়ের গায়েই মসজিদ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নামেই চেনে পুরো দেশ। সাড়ে তিন শ বছরের পুরনো মসজিদটি যেন ধর্ম আর ইতিহাসের সম্মিলিত পাঠ। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক মসজিদটি মুঘল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় ৩০ ফুট উঁচুতে পাহাড়ের ওপর এর অবস্থান। মসজিদটির দৈর্ঘ্য ৫৪ ফুট আর প্রস্থ প্রায় ২২ ফুট। প্রতিটি দেয়াল প্রায় আড়াই গজ পুরু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।