ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ পেসার রানকিন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:০০, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ পেসার রানকিন

editor
প্রকাশিত মে ২৩, ২০২১
ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ পেসার রানকিন

ডেস্ক নিউজ, ঢাকা:

নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আয়ারল্যান্ড পেসার বয়েড রানকিন। শেষটা আইরিশদের হয়ে করলেও তিনি ইংল্যান্ডের পক্ষেও তিন সংস্করণে খেলেছেন। আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও একসময় চলে যান ইংল্যান্ডে। পরে আবার নিজ দেশ আয়ারল্যান্ডে ফিরেই ক্যারিয়ারের ইতি টানলেন এই দীর্ঘদেহী পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৭ সালে। সেই বছর আয়ারল্যান্ডের পক্ষে ওয়ানডে বিশ্বকাপ খেলেন তিনি। ২০০৯ সালে আয়ারল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় র‍্যানকিনের। ২০১১ সালেও আয়ারল্যান্ডের পক্ষে বিশ্বকাপ খেলেন তিনি। এরপর ইংল্যান্ডে পাড়ি জমান । ইংল্যান্ডের হয়ে খেলেন ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজ। টেস্ট ছাড়াও ইংল্যান্ডে পক্ষে ৭টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।