চীনকে মোকাবিলায় ‘বুদ্ধিমান ট্যাংক’ আনছে ভারত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৪১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চীনকে মোকাবিলায় ‘বুদ্ধিমান ট্যাংক’ আনছে ভারত

editor
প্রকাশিত জুন ৫, ২০২১
চীনকে মোকাবিলায় ‘বুদ্ধিমান ট্যাংক’ আনছে ভারত

ডেস্ক নিউজ, ঢাকা:

চীনের মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ব্যাটল ট্যাংকের দিকে ঝুঁকছে ভারত। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এ ধরনের উল্লেখযোগ্য সংখ্যক ‘বুদ্ধিমান ট্যাংক’ সংগ্রহ করতে চায় দেশটির সামরিক বাহিনী। ফিউচার রেডি কমব্যাট ভেহিকল (এফআরসিভি)-এর জন্য নতুন প্রজন্মের এসব ফিউচার ট্যাংক সংগ্রহে আগ্রহী ভারতীয় সেনাবাহিনী। রিকোয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই)-এর আওতায় এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম উইওন নিউজ। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই গত বছর লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টি-৯০ ভীষ্ম ট্যাংক মোতায়েন করে দিল্লি। স্থলযুদ্ধে ভারতের অন্যতম শক্তিশালী এই ব্যাটল ট্যাংক জৈব ও রাসায়নিক অস্ত্র প্রতিরোধে সক্ষম। ৪৮ টন ওজনের এই ট্যাংকটি ছয় কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত মিসাইল নিক্ষেপ করতে সক্ষম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।