যে শর্ত ভারতকে দিলেন ইমরান খান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১২, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যে শর্ত ভারতকে দিলেন ইমরান খান

editor
প্রকাশিত জুন ৫, ২০২১
যে শর্ত ভারতকে দিলেন ইমরান খান

ডেস্ক নিউজ, ঢাকা:

ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য নয়াদিল্লিকে কাশ্মীরের স্বায়ত্বশাসন পুনর্বহালের পরিকল্পনা নিতে হবে জানিয়ে শর্তজুড়ে দিয়েছেন তিনি। শুক্রবার সরকারি বাসভবনে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার। এ ঘটনার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটে। এখন নতুন করে আলোচনা শুরুর আগে কাশ্মীর ইস্যুতে ভারতকে রোডম্যাপ করতে হবে। তাহলেই আলোচনায় বসতে প্রস্তুত ইসলামাবাদ। বিশেষ মর্যাদা বাতিলকে জাতিসংঘের ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী। যদিও তার  প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেখায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।