টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন, প্রেসিডেন্ট বাইডেনের নিন্দা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪৩, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন, প্রেসিডেন্ট বাইডেনের নিন্দা

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১
টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন, প্রেসিডেন্ট বাইডেনের নিন্দা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এ আইনটিতে ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

বাইডেন বলেন, এই আইন চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

নতুন এ আইনের নিন্দা জানিয়ে নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, এই আইন স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট ৫-৪ ভোটে আইনটি বাতিল করার আবেদন খারিজ করে দেন।

আইন অনুযায়ী, যদি কোনো চিকিৎসক ছয় সপ্তাহের বেশি বয়সি ভ্রূণের গর্ভপাত ঘটান, তবে তার বিরুদ্ধে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবেন।

চিকিৎসক এবং নারী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো এই আইনের তীব্র সমালোচনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।