রাউন্ড ফেইসে ব্লাশ লাগাবেন যেভাবে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:০০, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রাউন্ড ফেইসে ব্লাশ লাগাবেন যেভাবে

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
রাউন্ড ফেইসে ব্লাশ লাগাবেন যেভাবে

লাইফ ষ্টাইল ডেস্কঃ  গোলাকার মুখের গড়নে লম্বাটে ধাঁচ আনতে সাধারণত আমরা কনট্যুরিং করে থাকি। অথচ জানেন কি ঠিক করে ব্লাশ লাগাতে জানলে কনট্যুরিং ছাড়াই গোলগাল ফেইসটা শেপে চলে আসবে। চলুন জেনে নেই গোলাকার গড়নে ব্লাশ কিভাবে লাগাবেন-

    • খেয়াল রাখুন ব্লাশটা মুখের ঠিক কোন অংশে লাগাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হাসি মুখে ব্লাশ লাগিয়ে থাকি যা একেবারেই ঠিক নয়। এতে করে যখন আপনি স্বাভাবিকভাবে কথা বলবেন ব্লাশের জায়গাটা ঝুলে যাবে। একেবারেই সুন্দর লাগবেনা। তাই সব সময় গালের নিচের থেকে শুরু করে একটু কোনাকুনিভাবে চুল পর্যন্ত ব্লাশ লাগিয়ে নিন। এতে করে আপনার মুখ দেখাবে বেশ লম্বাটে।
    • নাকের দিকে টেনে একদমই ব্লাশ লাগাবেননা, গোলাকার মুখ এতে আরো গোলাকার দেখাবে। মুখের বাকি অংশের সঙ্গে ব্লাশ মিশিয়ে নিন৷ খেয়াল রাখবেন, ব্রাশের টানগুলো যেন বাইরের দিকে হয়। এতে করে ফেস একদমই গোলাকার লাগবে না।
  • গোলাকার মুখে ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে হতে হবে সর্তক। শিমারি ব্লাশে মুখে আলো পড়ে মুখের আদল আরো গোলাকার দেখায়। রাউন্ড ফেইসে লাগাতে পারেন ম্যাট ব্লাশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।