প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড সাড়ে ৬৭ লাখ ডোজ টিকাদান
২৯ সেপ্টে ২০২১, ০২:১৪ অপরাহ্ণ

মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে সারা দেশে করোনার গণটিকাদানের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচিতে এক দিনে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল স্বাস্থ্য বিভাগ।
গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গণটিকাদানের বিশেষ কর্মসূচিতে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষেরা পেয়েছেন ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ ডোজ। নারীরা পেয়েছেন ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ ডোজ।
গতকাল বিশেষ এই কর্মসূচিতে দেওয়া হয় প্রথম ডোজ টিকা। দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ অক্টোবর।