ভারতের রাষ্ট্রপতিকে ঢাকা সফরের আমন্ত্রণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৪৬, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভারতের রাষ্ট্রপতিকে ঢাকা সফরের আমন্ত্রণ

newsup
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১
ভারতের রাষ্ট্রপতিকে ঢাকা সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

শনিবার ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই জানায়নি।

দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতির ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে। এজন্য ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে-দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ঘিরে প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শনিবার যুগান্তরকে বলেন, ভারতের রাষ্ট্রপতি ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি। সূত্র জানায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত।

দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসাবে ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।