বার্সেলোনার জয়ের নায়ক ফাতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০৪, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বার্সেলোনার জয়ের নায়ক ফাতি

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২১
বার্সেলোনার জয়ের নায়ক ফাতি

স্পোর্টস ডেস্কঃ গত এক সপ্তাহে বার্সেলোনায় অনেক কিছুই ঘটে গেছে। লা লিগায় একের পর এক ম্যাচ হারের পর ছাঁটাই করা হয়েছে প্রধান কোচ কোম্যানকে। চোটে পড়ে অন্তত তিন মাসের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। এর মধ্যেই মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে তাকে ছাড়া প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নেমেছে কাতালান ক্লাবটি।

নতুন নাম্বার টেন আনসু ফাতির একমাত্র গোলে ডায়নামিক কিয়েভকে হারিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। এর আগে চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে হেরেছিল বার্সা।

ম্যাচের ৭০ মিনিটের সময় একমাত্র গোলটি করেন আনসু ফাতি। গ্রুপ ই থেকে ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। এখন বার্সাকে নকআউটে যেতে হলে আগামী ২৩ নভেম্বর ঘরের মাঠে বেনিফিকাকে হারাতে হবে। একই সঙ্গে অপেক্ষা করতে হবে, পরবর্তী রাউন্ডে বেনিফিকা যেন ডায়নামিক কিয়েভের কাছে পয়েন্ট হারায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।