জ্বালানি তেলের পূর্বের মূল্য বহাল রাখার দাবি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৬, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জ্বালানি তেলের পূর্বের মূল্য বহাল রাখার দাবি

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১
জ্বালানি তেলের পূর্বের মূল্য বহাল রাখার দাবি
রনি (পাথরঘাটা ) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় জ্বালানি তেলের পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়ে  মানববন্ধন ও  প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে  পাথরঘাটার  সাতটি মৎস্যজীবী সংগঠন । বেলা ১১ টার দিকে পাথরঘাটায় প্রাণকেন্দ্র রাসেল স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় বরগুনা মৎস্যজীবি ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন  , বরগুনা জেলায় ছোট-বড় মিলিয়ে ১৪০০টি মাছধরা ট্রলার রয়েছে  এতে হাজার  হাজার শ্রমিকের একমাত্র  জীবিকা  নির্বাহের  উৎস এটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জেলেদের মাছ ধরতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে কেননা   দ্রব্যমূল্য  ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যে পরিমান খরচ করে সমুদ্রে যেতে হয় তারপর ফিরে এসে উপযুক্ত শ্রমের দাম পাচ্ছে না জেলেরা।
মানববন্ধনে অংশগ্রহণ কৃত সকল সংগঠনের  সদস্য ও জেলেরা বলেন আগামী  পাঁচ দিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হোক,তা না হলে বিগত দুই বছর করোনকালীন সময়ে আমরা নিঃস্ব হয়ে গেছি বাকিটা পরবর্তী সময়ে নিঃস্ব হয়ে যাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।