এবার মিরপুরের উইকেট কেমন হবে
১৪ নভে ২০২১, ০১:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পর আলোচনা-সমালোচনায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট।
মিরপুরের মন্থর উইকেটে খেলেই মুশফিক-লিটনদের এমন করুণ হাল বলে মন্তব্য দেশের অনেক বিশ্লেষকদের। অন্যান্য দেশের মতো স্পোর্টিং উইকেটে টাইগারদের খেলানোর পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।
আর এরই মধ্যে জানা গেল, মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্থর উইকেটের কৌশল থেকে বেরিয়ে আসার আভাস দিলেন আকরাম খান।
তবে চলতি মাসে মিরপুরের উইকেট আগের মতো মন্থর হবে না বলে ধারণা বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যানের।
আকরাম খান বললেন, ‘আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট আবহাওয়ার কারণে ওই রকমই থাকে। এই সময়ে কিন্তু উইকেট ভালো থাকে, আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি পাকিস্তান সিরিজে ভালো উইকেট পাব। তা ছাড়া উইকেট বিশ্রাম পাবে। কারণ আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাওয়া যাবে।’
তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় শুধু মিরপুরের উইকেটকে দায়ী মানতে নারাজ আকরাম খান।
বললেন, ‘উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল সেটি কিন্তু করতে পারিনি। এ সিরিজ খুব কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য। বিশ্বকাপে পাকিস্তান দুর্দান্ত খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।’
সেপ্টেম্বরে ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে কুপোকাত করা বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে নাস্তানাবুদ হয়ে ফিরেছে।
৫ ম্যাচ হেরে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে চাপের মুখে রয়েছেন মাহমুদউল্লাহরা।