মাদ্রিদে গাজীপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Daily Ajker Sylhet

newsup

১৫ নভে ২০২১, ০৭:১৫ অপরাহ্ণ


মাদ্রিদে গাজীপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্কঃ

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন গাজীপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত গাজীপুর অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা অসীম রিবেরু ক্রীস। ব্যবসায়ী ও কমিউনিটি নেতা নূর মোহাম্মদ রিপনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা কাজী দেলোয়ার হোসেন, মো. আহসান হাবীব, হাবীবুর রহমান মোড়ল, আরিফুল ইসলাম, মোবারক হোসেন, রাজীব আহমদ, আলামীন পাওলোয়ান, বাদল মিয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কমিউনিটি নেতা অসীম রিবেরু ক্রীসকে সভাপতি, নূর মোহাম্মদ রিপনকে সাধারণ সম্পাদক এবং মো. আহসান হাবীবকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।