দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

newsup
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১
দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্কঃ 

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল। বুধবার মধ্যরাতে একটি খালি বাড়ি লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইহুদিবাদী দেশটি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানিয়েছে, দখলকৃত গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলি বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়, মধ্যরাতের কিছু পর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।