উত্তর ইরাকে আইএসের হামলা, নিহত ১৩ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

উত্তর ইরাকে আইএসের হামলা, নিহত ১৩

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২১
উত্তর ইরাকে আইএসের হামলা, নিহত ১৩

নিউজ ডেস্কঃ 

ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে তিন গ্রামবাসী এবং ১০ জন কুর্দিশ সেনা মারা গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটির মাখমুরে এ হামলার ঘটনা ঘটে। এখানে কুর্দি বাহিনী, ইরাকি বাহিনী এবং বেসামরিকদের বিরুদ্ধে নিয়মিত আইএসের আক্রমণ দেখা যায়।

কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি ইসলামিক স্টেটের বিদ্রোহী কার্যকলাপ বন্ধ করতে ইরাকি কুর্দি এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।