তথ্যটি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। বর্তমানে আমাদের যে খেলোয়াড় তালিকা রয়েছে, সেখানে ১৫ জন দুই ডোজ, ৭ জন এক ডোজ এবং ৬ জন কোনো টিকা নেননি। এ কারণে ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না।’
বর্তমানে পুরো পৃথিবীতেই খেলোয়াড়দের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাই এরই মধ্যে তা নিয়েছেও। কিন্তু ফুটবল দলের তারা কেন নেয়নি, তা বাফুফেই ভালো বলতে পারবে।