আসাদুজ্জামান নূর ফের করোনায় আক্রান্ত

Daily Ajker Sylhet

newsup

১৭ জানু ২০২২, ০১:২৩ অপরাহ্ণ


আসাদুজ্জামান নূর ফের করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য কোভিড পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।

তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। বর্তমানে বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।