নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রতিরোধে জারি করা বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে এসব বিধিবিষেধ তুলে দেওয়া হচ্ছে।
গত দু’সপ্তাহে করোনার সংক্রমণ ব্যাপকভাবে কমে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর ব্রিটিশ কর্তৃপক্ষ তথাকথিত প্ল্যান-বি পরিকল্পনা বাস্তবায়ন করে।
এর আওতায় আবদ্ধ সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক, নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হতো। এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ব্রিটেনের অনেক নাগরিকই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।
এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলে মাস্ক পরার প্রয়োজন হবে না। এদিকে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও করোনায় আক্রান্তদের অবশ্যই ৫ দিন আইশোলেশনে থাকতে হবে।