মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে দিলেন প্রহরী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৫৭, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে দিলেন প্রহরী

banglanewsus.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২
মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে দিলেন প্রহরী

নিউজ ডেস্কঃ

রাশিয়ার একটি জাদুঘরে থাকা এক মিলিয়ন ডলারের চিত্রকর্ম নষ্ট করেছেন এক প্রহরী। দেশটির পশ্চিম-মধ্যাঞ্চলের ভেরদলভস্ক অবলাস্ত অঞ্চলে অবস্থিত ইয়েলতসিন সেন্টার জাদুঘরে অ্যানা লেপোর্স্কায়ার মুখহীন অবয়ব সিরিজের তিনটি মুখের একটি শিল্পকর্ম রয়েছে। ‘থ্রি ফিগার্স’ নামের ওই চিত্রকর্মে আছে তিনটি চেহারা ছাড়া মুখমণ্ডল। কিন্তু প্রহরী তাতে নিজের কাছে থাকা কলম দিয়ে চোখ জুড়ে দিয়েছেন। একে অত বড় অপরাধ বলে মনেই করেননি তিনি। কর্তৃপক্ষ অবশ্য এই অপরাধের জন্য তাকে বরখাস্ত করেছেন। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।

দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, ঘটনার দিনটি ছিল ওই প্রহরীর প্রথম দিন। চিত্রকর্মগুলোর গুরুত্ব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।তিনি জানান, কাজ করতে করতে তার উদাস লাগছিল। তাই তিনি ওই চিত্রকর্মে ‘চক্ষুদান’ করেছেন। তার কাছে চোখ ছাড়া মানুষের ছবি দেখে ভালো লাগছিল না। তিনি তাতে চোখ এঁকে দেন যাতে এটি আরও সুন্দর লাগে। কিন্তু এতে নষ্ট হয়ে গেছে মিলিয়ন ডলার দামের ওই চিত্রকর্মটি। এ ঘটনার পরে বিশেষজ্ঞরা চেষ্টা করছেন ছবিগুলোর পূর্বের রূপ ফিরিয়ে আনতে। তারা বলছেন আনুমানিক ৪ হাজার ৬০০ মার্কিন ডলার খরচ হতে পারে এটি ঠিক করতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।