নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারে সংক্ষুব্ধ কয়েকজন লোকের ভোক্তা অধিকারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে ১ ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।জানাযায়,দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারে সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তার অভিযোগে আব্দুল আলী (৫৫), প্রোঃ ছালেক লাকড়ি ঘর- কে প্রতি মণ লাকড়ির ওজনে ৪০ কেজির পরিবর্তে ৩৭ কেজি এবং বাটখারার বদলে পাথর ব্যবহার করে কারচুপি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬,৪৭,৪৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ। এসময় এস আই রুবেল আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।