ডেস্ক রিপোর্ট : “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। (২৭ এপ্রিল) বুধবার সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে সিলেট কুষ্ঠ হাসপাতাল ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের দুঃস্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, সিলেট বিভাগের (রোগ নিয়ন্ত্রন) সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডা. স্বপ্নীল সৌরভ রায় এম ও সি এস সিলেট, ডা. আহমদ শাহরিয়ার এম ও ডি সি সিলেট, ডা. সিধু সিংহ এম ও ডি ডি, সিলেট, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বনিক, প্রধান সহকারী অরুন চৌধুরী। এ সময় কুষ্ঠ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গনে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।