নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ব্যতিক্রমী ইফতার
০১ মে ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশানের ইন্টারফেইথ আউটডোর ইফতার। গত ২৯ এপ্রিল শুক্রবার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় খলিল পিজা হাউসের সামনে রাস্তার ওপরে এ ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চমৎকার আওহাওয়ায় খোলা আকাশের নীচে বিপুল সংখ্যক রোজাদার এই ইফতারে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম। সংগঠনের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন ও মো. শরীফ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মূলধারার রাজনীতিক আবদুস শহীদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ ও কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, মামুন’স টিউটোরিয়ালের সিইও শেখ আল মামুন, আয়োজক সংগঠনের সহ সভাপতি বি মেহের চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স নূরুল ইসলাম, ডাইরেক্টর অব অর্গানাজিং শাহীন কামালী, মো. সাদেকুর রহমান ও রবিউল ইসলাম, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার জয়নাল উদ্দিন লায়েক, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার প্রমুখ।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।
খৃস্টান ধর্মীয় নেতা ফাদার ডেভিড পাওয়ার ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার বিষয় নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের অফিস থেকে আয়োজক সংগঠন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে প্রক্লেমেশন প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার পক্ষ থেকে খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমানকে সাইটেশন দেয়া হয়। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেসানের পক্ষ থেকেও শেফ খলিলুর রহমানকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতি আব্দুস শহীদ সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় ব্রঙ্কসে এই প্রথম খোলা আকাশের নীচে এধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এ আয়োজনে সহযোগিতা করার জন্য স্পন্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেসানের কর্মকর্তারা। বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার সরবরাহ করে খলিল ফুড ফাউন্ডেশন এবং বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোেের্টর এটর্নী মঈন চৌধুরী। অন্যান্য স্পন্সররা ছিল খলিল ফুডস, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, বারী সুপার মার্কেট, হালাল হঁট ফ্রায়েড চিকেন, আহাদ আলী সিপিএ, জাকির সিপিএ, উইলিয়াম রিভেরা, এফিনিটি হেসেছ কেয়ার, তানিয়া বিউটি সেলুন ও তিতাশ মাল্টি সার্ভিস।
সভাপতি আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।