ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ন্যাটো যদি সুইডেন ও ফিনল্যান্ডে সামরিক অবকাঠামো জোরদার করতে শুরু করে তাহলে রাশিয়া পদক্ষেপ নেবে। ইউক্রেনে রুশ আক্রমণের পর সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার একদিন পর সোমবার তিনি এই হুমকি দিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
১৯৯৯ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন বারবার সোভিয়েত পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছেন। ইউক্রেনে যুদ্ধের একটি কারণ হিসেবেও তিনি ন্যাটোর সম্প্রসারণকে দায়ী করছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।