ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, জার্মানি-ফ্রান্সকে পুতিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, জার্মানি-ফ্রান্সকে পুতিন

newsup
প্রকাশিত জুন ১, ২০২২
ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, জার্মানি-ফ্রান্সকে পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সতর্ক করে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। শনিবার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে প্রায় ৮০ মিনিটের আলাপে এই সতর্কবার্তা দেন তিনি। পশ্চিমা অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে ক্ষোভ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা বিপজ্জনক ও অস্থিতিশীলতার পাশাপাশি মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন পুতিন।

৮০ মিনিটের আলাপে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেন থেকে সব রুশ সেনা প্রত্যাহারে আবারও পুতিনকে জোরালো আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও শলৎজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।