ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধানের মতে, ইউক্রেন যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আসপেন শহরে নিরাপত্তা সম্মেলনে সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস বলেন, গত ২৪ ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে প্রায় তিনগুণ বেশি রাশিয়ান সেনা আহত হতে পারে। তবে সিআইএর প্রধানের এমন মন্তব্যে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইউক্রেন যুদ্ধে নিজেদের সেনা হতাহত নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার করেনি মস্কো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামারিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। অবৈধ এই অভিযানে ইউক্রেনের মারিউপোল, ডনবাস, খেরসনসহ বেশ কয়েকটি শহরকে ধ্বংস্তূপে পরিণত করেছে। রাশিয়ার হামলায় কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।