ডেস্ক নিউজ, ঢাকা: টিকটকের মতো ফিচার করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ইনস্টাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন ব্যবহারকারী, ইনফ্লুয়েন্সার এবং সেলেব্রিটিদের কাছে থেকে নেতিবাচক সাড়া পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফিচারে টিকটকের মতো ভিডিও কনটেন্ট বাড়ানো হয়েছে। এতে ছবি প্রদর্শনের পরিমাণ কমে যাওয়াতে ডিসপ্লে এবং ফিডের সমালোচনা করছেন ব্যবহারকারীরা।
মেটা জানায় এই পরিবর্তনের জন্য তাদের কিছু সময় দরকার। যদিও প্রতিষ্ঠানটি ভেবেছিল ভিডিও কনটেন্ট বাড়ানোতে এর জনপ্রিয়তা অনেক বাড়বে। ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেনসর টাওয়ারের সূত্রে জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী টিকটক অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন বিলিয়ন অতিক্রম করেছে। মেটার বহির্ভূত এটিই একমাত্র অ্যাপ যা এই সংখ্যা অতিক্রম করল। প্রতিষ্ঠানটি প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ইনস্টাগ্রামের এই পরীক্ষামূলক সংস্করণটি কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।
এই সংবাদটি 1,226 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।