কলকাতায় একই ফ্রেমে প্রসেনজিৎ-সিয়াম-শ্রাবন্তী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:০৫, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কলকাতায় একই ফ্রেমে প্রসেনজিৎ-সিয়াম-শ্রাবন্তী

newsup
প্রকাশিত আগস্ট ৪, ২০২২
কলকাতায় একই ফ্রেমে প্রসেনজিৎ-সিয়াম-শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত মাসেই শোনা গিয়েছিল কলকাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশি তারকা সিয়াম আহমেদ। এবার তাকে পাওয়া গেলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদারের সঙ্গে একটি স্থিরচিত্রে। এই সিনেমার পোস্ট প্রডাকশনের কাজের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছেন সিয়াম। সেখানেই ফ্রেমবন্দি হন তিনি। সিয়াম বললেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটলো একসঙ্গে। আমি খুবই এক্সাইটেড যে বুম্বা দার (প্রসেনজিৎ) সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।