হাইটেক সিটিতে সবুজের সমারোহে

Daily Ajker Sylhet

newsup

০৮ আগ ২০২২, ০৩:৩২ অপরাহ্ণ


হাইটেক সিটিতে সবুজের সমারোহে

বিশেষ প্রতিবেদন: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি। রাজধানীর যানজট ঠেলে যখন হাইটেক সিটিতে পৌঁছালাম তখন তপ্ত দুপুর। ধীরগতির যাত্রায় সবার মধ্যে একটা ঝিম ধরা ভাব। ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি নেই, গাড়ি থেকে নেমে বাতাসের জোর টের পাওয়া গেল বেশ। তারপরও গরমে প্রাণ ওষ্ঠাগত, গরম বাতাস। তবে হাইটেক সিটির অবারিত গাঢ় সবুজ প্রশান্তি এনে দিলো। এই ভর দুপুরেও ঝিঁঝিঁ পোকার ডাক কানে এলো। রাস্তার ধারে ফুটে থাকা নাম না জানা বুনোফুলের গন্ধও ভেসে আসছে। মনে হচ্ছে, যান্ত্রিক শহর ছেড়ে কোনও এক অজ পাড়া-গাঁয়ে এসে নামলাম মাত্র। হাইটেক সিটির কথা শুনলেই মনে প্রথম যে চিত্রটি ভেসে ওঠে, তা হলো উঁচু উঁচু ভবন, চারিদিকে প্রযুক্তির ছড়াছড়ি। হয়তো থাকতে পারে রোবট কিংবা পণ্য উৎপাদনের যাবতীয় সহায়তার অনুষঙ্গের আনাগোনাও। সবমিলিয়ে প্রাণ-প্রযুক্তির নানা প্রকারের চেহারা। কিন্তু গত রবিবার (৩১ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গিয়ে এর বিপরীত চিত্রটাই চোখে পড়লো শুরুতেই।
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এখানে রয়েছে নিরবছিন্ন বিদ্যুৎ সংযোগ, উচ্চগতির ইন্টারনেট, যাতায়াতের জন্য সুন্দর রাস্তা, আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক পানি ও সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা। এই পার্কে বিনিয়োগকারীদের ২০২৪ সাল পর্যন্ত থাকছে কর অবকাশ সুবিধা। আবার এখানে উৎপাদিত পণ্য রফতানি করলে ১০ শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থাও রয়েছে। এ সবের সুফল পেতে শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।