বিদ্যুৎকেন্দ্রকে পারমাণবিক ঢাল বানাচ্ছে রাশিয়া
১০ আগ ২০২২, ০১:৫৪ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখল করা একটি বিদ্যুৎকেন্দ্রকে ‘পারমাণবিক ঢাল’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া। বুধবার ইউক্রেন এমন অভিযোগ তুলে দাবি করেছে, দখলকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ সেনারা মারহানেটস শহরে রকেট হামলা চালাচ্ছে। রুশ হামলায় অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। রাশিয়া কিছু দিন আগে অভিযোগ করেছে, এই মারহানেটস শহর থেকেই ইউক্রেনীয় সেনারা জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে।