রোহিঙ্গাদের বন্দিশিবিরে রাখার ঘোষণা ভারতের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:০০, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রোহিঙ্গাদের বন্দিশিবিরে রাখার ঘোষণা ভারতের

newsup
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
রোহিঙ্গাদের বন্দিশিবিরে রাখার ঘোষণা ভারতের

ইন্টারন্যাশনাল ডেস্ক: বন্দিশিবিরে রাখার ঘোষণা দিয়েছে ভারত। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির একটি আটক কেন্দ্রে রাখা হবে। পরে সেখান থেকে তাদের ফেরত পাঠানো হবে। এর আগে মিয়ানমার থেকে দিল্লি যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেন ভারতের আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘যারা আশ্রয় চেয়েছে তাদের সবসময়ই স্বাগত জানিয়েছে ভারত। জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১-এর প্রতি ভারত শ্রদ্ধাশীল এবং সেটি অনুসরণ করে। জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সবাইকেই আশ্রয় দেয়।’ সেই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কেও ট্যাগ করেন পুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।