আনসার আহমেদ উল্লাহ :
লন্ডনে কৃতিত্ব অর্জন করেছে ছাতকের সায়মা, পুরু নাম সায়েমা ফাতেমা শাহজীদ । সে যুক্তরাজ্যের লন্ডন রায়গেট কলেজ থেকে এ লেভেলে ভাল রেজাল্ট পেয়েছে । এর আগে ২০২০ সালে বিখ্যাত নোট্রড্রাম স্কুল এন্ড কলেজ থেকে জিসিএসই পরীক্ষায় স্টার এ এবং বি প্লাস চারটি বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। সায়েমা ফাতেমা শাহজীদ ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চ ডিগ্রী অর্জন করতে ইচ্ছুক হয়ে লন্ডনের বিখ্যাত রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়নের প্রস্তুতি নিচ্ছে সায়মা।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সুজন মিয়া শাহজীদ ও ডাইভিং ইনস্টাক্টর এন্ড বিজনেস ওম্যান আলেয়া শাহজীদের দ্বিতীয় সন্তান সায়েমা ফাতেমা শাহজীদ। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সায়মা ফাতেমা শাহজীদ মা বাবার দ্বিতীয় সন্তান।
ফাতেমা শাহজীদ এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পিতা সুজন মিয়া ও মা আলেয়া শাহজীদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।