স্থগিত নাসার চাঁদে অভিযান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

স্থগিত নাসার চাঁদে অভিযান

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২২
স্থগিত নাসার চাঁদে অভিযান

যুক্তরাষ্ট্র অফিস: ইঞ্জিনে জটিলতার কারণে দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের রকেট চাঁদে পাঠাতে পারেনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোমবার এই রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। কারিগরি জটিলতার কারণে তা অন্তত চার দিন পিছিয়ে গেলো। চাঁদে প্রথম পা রাখা অ্যাপোলো মিশনের ৫০ বছর পূর্তিতে এই রকেটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল নাসা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। রকেটটি উৎক্ষেপণের সময় গণনা ৪০ মিনিট আগে থেমে যায়। রকেকটি প্রায় ৩২ তলা ভবনের সমান উঁচু এবং দুই ধাপের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারে অপেক্ষায় ছিল এটির ওরিয়ন ক্রু ক্যাপসুল।
নাসা জানিয়েছে, রকেটটির মূল ইঞ্জিনে সমস্যার কারণে সোমবার উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। নতুন উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য ব্যাকআপ উৎক্ষেপণের সূচি নির্ধারিত আছে শুক্রবার (২ সেপ্টেম্বর)। দ্রুত ইঞ্চিনের ত্রুটি সারানোর ওপর নির্ভর করছে শুক্রবার উৎক্ষেপণ। এর পরে উৎক্ষেপণের সুযোগ রয়েছে সোমবার (৫ সেপ্টেম্বর)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।