কোভিড টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কোভিড টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২
কোভিড টিকা নিয়ে ফাইজারের  বিরুদ্ধে মডার্নার মামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিয়ে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন কোম্পানি মডার্না। কোভিড টিকা উদ্ভাবনে ফাইজার প্যাটেন্ট লঙ্ঘন করেছে বলে মডার্নার অভিযোগ। কোম্পানিটির দাবি, মহামারির কয়েক বছর আগে মডার্না যে প্রযুক্তি উদ্ভাবন করেছিল সেই প্রযুক্তি ‘কপি’ করেছে ফাইজার-বায়োএনটেক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।