বিশ্ব নেতৃত্বে মাদ্রাসার ছাত্রদের এগিয়ে আসতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্ব নেতৃত্বে মাদ্রাসার ছাত্রদের এগিয়ে আসতে হবে

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২
বিশ্ব নেতৃত্বে মাদ্রাসার ছাত্রদের এগিয়ে আসতে হবে

হাসান আলী : কোরআন মানব জাতির সংবিধান, কোরআনের শিক্ষা আমেরিকা ও ইউরোপের আইন প্রণেতা ও সাধারন নাগরিকদের নিকট পৌছে দেওয়া প্রত্যেক মুসলমানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব ৷ বর্তমানে আমেরিকা ও ইউরোপ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ৷ আগামীতে মুসলমানগণ সংগঠিত হলে মুসমানরা আবার জ্ঞানে বিজ্ঞানে ও দেশ শাসনে বিশ্বকে নেতৃত্ব দিবে ৷ এই উদ্দেশ্য নিয়ে আমেরিকায় “গ্লোবালভিলেজ লিডারশীপ কমিটি ইউএসএ” গঠন করে বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় আমি হাসান আলী ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছি ৷ আধুনিক জ্ঞান ও কোরআনের জ্ঞানের আলোকে অগ্রসর হতে মাদ্রাসার ছাত্রদের আহবান জানাচ্ছি ৷ আমি হাসান আলী,ছোট ভাই আকমল আলী ও ভাতিজা কেরামত আলী মাদ্রাসায় ও কলেজে পড়াশোনা করেছি ৷ আমি আমেরিকায় সেন্ট জন বিশ্ববিদ্যালয় ও পেইস বিশ্ববিদ্যালয়ে বানিজ্যিক কোর্সে পড়াশোনা করেছি ৷ আমাদের দায়িত্ব হল (১)সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা (২) আমেরিকায় বাংলাদেশের জন্য ডিউটি ফ্রি বানিজ্য বিলের অধিকার আদায়(৩)বাংলাদেশের জন্য পরিবেশ উন্নয়নে ফান্ড সংগ্রহে কংগ্রেসে লবিং (৪)রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে আমেরিকান কংগ্রেসে মায়ানমারের বিরুদ্ধে বানিজ্যিক অবরোধ বিল উত্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷(৫) কাশ্মির, ইরাক, সিরিয়া ও ফিনিস্তিনের মুসলমানদের সমস্যা সমাধানে কংগ্রেসে লবিং করা (৬) কাগজ পত্রহীন বাংলাদেশীদের বৈধ্যতার জন্য কংগ্রেসে লবিং করা ৷
মাদ্রাসার ছাত্ররা যে যেখানে আছেন নিজের অর্থনৈতিক উন্নয়ন, ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করা ৷ নিজ নিজ সামর্থমত নিজের প্রতিবেশীর কল্যাণে কাজ করা , আমরা যদি পারি তবে মাদ্রাসার অন্যান্য ছাত্ররাও পারিবেন আমার বিশ্বাস ৷
আমাদের ছেলে মেয়েদের আমেরিকায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি ৷ হাসান আলীর মেয়ে ডঃ অব ফার্মাসিষ্ট, ছেলে গ্রাজুয়েটে ফাইনন্সে ৷ আকমল আলী(ছোট ভাই) ছেলে টেকনেশিয়ান দুই মেয়ে গ্রাজুয়েট,কেরামত আলী (ভাতিজা) এক ছেলে ব্যাংকের অফিসার,দুই নাম্বার ছেলে আমরিকান আর্মির ডাক্তার মেজর, তিন নাম্বার ছেলে সফটওয়ার ইঞ্জিনিয়ার ৷
সমাজ কর্ম ঃ হাসান আলী ফাউন্ডেশন ও সিদ্দিকিয়া ফাউন্ডশনের মাধ্যমে ছাত্রদের বৃত্তি, ঘর বানিয়ে দেওয়া, সেলাই মেশিন, টিউবওয়েল, গরীবদের বিয়ে শাদিতে সাহায্য করা,কর্ম সংস্হানের জন্য আমাদের খরচে বিদেশ পাঠানো ৷

বিঃদ্রঃ কোরান হাসিদের আলোকে কথা হল নিজে ভাল কাজ কর ও অপরকে ভালে কাজে উৎসাহিত করা ছোয়াব ৷
লেখক :
হাসান আলী,কনভেনার গ্লোবাল ভিলেজ লিডারশীপ কমিটি ইউএসএ ও প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।