২০২৫ সালের মধ্যে দেশে ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার হবে

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৫ অক্টো ২০২২, ১২:১৪ অপরাহ্ণ


২০২৫ সালের মধ্যে দেশে ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার হবে

ডেস্ক নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি ‘জয় ডি-সেট সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। এসব সেন্টার উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে।
আজ দেশের তৃণমূল পর্যায়ে আইসিটি অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণের লক্ষ্যে জয় ডি-এসইটি সেন্টার স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতেরর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ছিল এই আয়োজন। আইসিটি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন স্ব-স্ব পক্ষে চুক্তিতে সই করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।