ক্রেতার সাড়া নেই শাড়ির দোকানে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪৯, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ক্রেতার সাড়া নেই শাড়ির দোকানে

newsup
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২
ক্রেতার সাড়া নেই শাড়ির দোকানে

বিশেষ প্রতিবেদন: ছুটির দিনগুলোতে বরাবরই উপচেপড়া ভিড় থাকে নিউ মার্কেট এলাকার বিপণি বিতানগুলোতে। যদিও শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর গাউছিয়া, নুর ম্যানশন ও ধানমন্ডি হকার্স মার্কেটের শাড়ির দোকানগুলোতে সরেজমিনে দেখা গেলো ভিন্ন চিত্র। এদিন এসব মার্কেট ঘুরে দেখা যায়নি সবসময়ের মতো ক্রেতার ভিড়। দোকানিরা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে কিছু বেচাকেনা হলেও আবারও বেচাকেনার গতি কমে এসেছে।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, শাড়ি আগের তুলনায় বেচা কেনা কমে গেছে। পূজায় বিক্রি ভালো থাকলেও এখন বেশিরভাগ শাড়ির দোকানগুলো ক্রেতাশূন্য।
ক্রেতা কমার পেছনে মার্কেট বন্ধের সময়, মানুষের হাতে টাকা কমে যাওয়া ও যানজটকে দায়ী করেছেন বিক্রেতারা। তারা বলছেন, মার্কেটগুলো রাত ৮টায় বন্ধ না করে যদি সময়টা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া গেলে বেচা-কেনা ভালো হতো। প্রয়োজনে দোকান খোলার সময়ও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া যায়।
ধানমন্ডি হকার্স মার্কেটের পিনন শাড়ির দোকানের বিক্রেতা সুমন মিয়া বলেন, ‘ক্রেতা আগের চেয়ে অনেক কম। সন্ধ্যা হলে ক্রেতা কিছুটা বাড়তে থাকে। তবে জমে ওঠার আগেই রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।