মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বছরে নিহত ৬৫৩৩ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১৭, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বছরে নিহত ৬৫৩৩

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বছরে নিহত ৬৫৩৩

বিশেষ প্রতিবেদন: সড়ক দুর্ঘটনা এবং হতাহত বৃদ্ধির ক্ষেত্রে ‘বড় বিপদ’ হিসেবে দেখা দিয়েছে মোটরসাইকেল। দ্রুতগতির এই বাহনটি ‘সড়কের আপদ’ হয়ে দেখা দিয়েছে। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের গত তিন বছর ৯ মাসে বাইক দুর্ঘটনার চিত্রের দিকে তাকালেই আতঙ্কের এই বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। সংগঠনটি বলছে, এ সময়ে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৯ হাজার ২৩টি, প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৯৮৩ জনের। এর মধ্যে ৬ হাজার ৪৭৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ হাজার ৫৩৩ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৬৪৮টি, প্রাণহানি হয়েছে ৪ হাজার ৬২২ জনের। এ ছাড়া চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১ হাজার ৮৩১টি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯১১ জনের।
বাইকের এসব দুর্ঘটনার পেছনে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ‘সন্তানদের আবদারে তাদের হাতে বাইক তুলে দিচ্ছে ধনী ও মধ্যবৃত্ত পরিবারগুলো। এই বাইক নিয়ে তারা সড়কে উঠলেই বেপরোয়া গতিতে ছুটছে। ট্রাফিক আইন জানে না, জানলেও মানছে না অনেক যুবক। ফলে প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে, প্রাণ যাচ্ছে তাদের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।