ডেস্ক নিউজ: অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভারতীয় বাজারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অভিযোগে গুগলকে ১৩ বিলিয়ন রুপি বা ১৬১ মিলিয়ন ডলার জরিমানা করলো ভারতীয় কর্তৃপক্ষ। সূত্র বিবিসি।
ভারতের কম্পিটিশন রেগুলেটর এক পক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের অ্যাপকে নিয়ন্ত্রণের অভিযোগ আনে। তারা গুগলকে এ ধরনের চর্চা থেকে সরে আসার আদেশ দেয়। তবে গুগল এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। ভারতের কম্পিটিশন কমিশন বা সিসিআই একটি বিবৃতিতে জানায়, গুগল স্মার্ট ফোন, ওয়েব সার্চ, ব্রাউজিং এবং ভিডিও হোস্টিং পরিসেবার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইসেন্সকে অপব্যবহার করেছে। তারা জানায়, গুগল তাদের প্লেয়ারে ফোর্সড এগ্রিমেন্টে প্রবেশ করে তাদের অ্যাপগুচ্ছ যেমন, ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপস এবং অন্যান্যগুলোকে ব্যবহার করেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।