নারীদের জন্য ট্যুর প্যাকেজ নিয়ে মেলায় ‘ফ্লাই ফার লেডিস’
২৯ অক্টো ২০২২, ০৩:০৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: যেখানে ট্যুর হবে সবাই থাকবে নারী। পর্যটক, আয়োজক যারাই আছেন সেখানে কোনো পুরুষের উপস্থিতি থাকবে না। নারীরাই আয়োজন করছেন ট্যুরের, থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে যদি কেউ দেশে বা বিদেশে পর্যটক হিসেবে যেতে চায় তাহলে তাকে অবশ্যই একজন নারী হতে হবে। দেশে-বিদেশে ভ্রমণ পিপাসু নারীদের জন্য ভিন্ন রকমের আয়োজন করেছে নারীদের নিয়ে কাজ করা ট্যুর অপারেট প্রতিষ্ঠান ‘ফ্লাই ফার লেডিস’।
ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মেলা প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভ্রমণপ্রেমীরা। মেলায় অনেকে এসেছেন দল বেঁধে, কেউবা বন্ধুদের সঙ্গে নিয়ে, আবার অনেকে এসেছে পরিবারের সদস্যদের সঙ্গে।
৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের এবারের আসরে আটটি দেশ অংশগ্রহণ করেছে। রয়েছে পর্যটন প্যাকেজ বিষয়ক অনেক স্টল। এতো সব স্টলের ভিড়ে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভিন্নধর্মী এক স্টল। আর এটিই হলো ‘ফ্লাই ফার লেডিস’ স্টল।