বিদেশি সহায়তা আরও ২ বছরের জন্য স্থগিত সুনাক
২৯ অক্টো ২০২২, ০৩:০৭ অপরাহ্ণ

লন্ডন প্রতিনিধি: টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি আর অস্থিতিশীলতার মাঝে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কনজারভেটিভ দলীয় ঋষি সুনাক আগামী দুই বছরের জন্য ব্রিটেনের বৈদেশিক সহায়তা বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। দেশটির সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটেনের স্থানীয় দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টেলিগ্রাফ বলেছে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটির বৈদেশিক সহায়তা বাজেট আরও অতিরিক্ত দুই বছরের জন্য স্থগিত করার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন।
প্রত্যেক বছর ব্রিটেনের জাতীয় আয়ের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ ব্যয় হয় বিদেশি সহায়তায়। করোনাভাইরাস মহামারির কারণে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়ায় দুই বছর আগে ব্রিটেনের সরকার বৈদেশিক সহায়তা ব্যয় হ্রাস করে। এক বিবৃতিতে দেশটির অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শরতকালীন বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর সব ধরনের ব্যয়ের সিদ্ধান্ত বিবেচনা করবেন।