হরিপুর জমিদার বাড়ীতে চলছে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রের শুটিং

Daily Ajker Sylhet

newsup

০১ নভে ২০২২, ০৪:১৭ পূর্বাহ্ণ


হরিপুর জমিদার বাড়ীতে চলছে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রের শুটিং

মনসুর আহমেদ,হবিগঞ্জঃ- বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম ব্যানারে নির্মিত বৃহওর সিলেটের সুনামধন্য গীতিকারদের লেখা লোকগান নিয়ে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটির শুটিং চলছে বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর জমিদার বাড়ী সহ কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বানিয়াচং হাওর বেষ্টিত ভাটি অঞ্চলে। এতে অভিনয় করেন নবাগত চিত্রনায়ক আরোশ ও চিত্রনায়িকা সাগরিকা।
এছাড়া আরো অভিনয় করেন সৈয়দ ইকবাল, সূনীল দাশ, নাসরিন আক্তার, জালাল উদ্দীন রুমি, পিন্টু আচার্য্য, অঞ্জনা, সুজন রাজা, প্রিয়া, পিন্টু দেব, ঘোপাল সূএধর, ড.সুনীল বিশ্বাস, আব্দুল আহাদ রাজু, আশরাফ, এম এ রাজা, শামছুল, সূনীল ভবানী, মোয়াজ্জেম, মিলি, প্রমূখ। উক্ত চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনায় আকরাম আলী, নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য। ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটি চিএনাট্য সংলাপ ও পরিচালনায় সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।