ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছ থেকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সহযোগিতা চাওয়ার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার বিরল এক সংবাদ সম্মেলনে আইএসআই প্রধান লে. জেনারেল নাদিম আনজুম এই অভিযোগ আনেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সরব হয়েছেন ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, এপ্রিলে তাকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছিল সেনাবাহিনী এবং তার বিরোধীদের তারা সমর্থন দিয়েছে।
আইএসআই প্রধান বলেন, ইমরান খান সমালোচনা করছেন। কারণ, সেনাবাহিনী ও সেনাপ্রধান অবৈধ বা অসাংবিধানিক কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ না নীতি মেনে চলছে এবং এই কারণে ইমরানের খানের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।