কানাডা প্রতিনিধি: কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করার তালিকায় ভারত শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। কানাডা করোনা ভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব থেকে নিজেদের পুনরুদ্ধারের পাশাপাশি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি প্রদানের সম্ভাবনাও আরও বাড়িয়েছে। কেন্দ্র সরকার আগামী দিনে আরও বেশি সংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলেও পাওয়া গিয়েছে। তথ্য অনুযায়ী, কানাডা ২০২২ এবং ২০২৪ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি নতুন স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানাতে প্রস্তুত। এদের মধ্যে বার্ষিক ৪৩০,০০০ জনেরও বেশি অভিবাসীদের নতুন ভাবে স্থায়ী বসবাসের অনুমতি প্রদান করা হবে।
যাঁরা ইতিমধ্যেই কানাডাতে বসবাসের পরিকল্পনা করেছেন তাঁরা এই কয়েকটি টিপস মাথায় রাখতে পারেন।
এক্সপ্রেস এন্ট্রি: এটি এখন পর্যন্ত কানাডায় পিআর-এর জন্য আবেদন করার সবচেয়ে জনপ্রিয় উপায়। এটি একটি অনলাইন সিস্টেম, যা তিনটি ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করে, এগুলি হল কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম এবং ফেডারেল স্কিলড ট্রেড প্রোগ্রাম।
কেউ যদি এই প্রোগ্রামগুলির জন্য যোগ্য হন তাহলে তিনি এক্সপ্রেস এন্ট্রি পুলের মাধ্যমে নিজেদের সম্পর্কিত যাবতীয় তথ্য জমা করতে পারেন। সিস্টেম স্কোর নির্ভর করে বয়স, শিক্ষা, ইংরেজি বা ফরাসি ভাষার দক্ষতা এবং দক্ষতার সঙ্গে কাজ চালানোর অভিজ্ঞতার উপর। যাঁরা সর্বোচ্চ স্কোর করেন, তাঁদের কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।
প্রভেনশিয়াল নমিনি প্রোগ্রাম: এটির মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ইকোনমিক ইমিগ্রেন্টদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে এটি বিশেষভাবে স্কাউটিং প্রার্থীদের কাজে আসে, যাঁরা প্রতিটি অঞ্চলের লেবার মার্কেটের উপযুক্ত হন।
আরও পড়ুন: প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার
যারা কানাডার স্টাডি পারমিট পাবেন তাঁরা শিক্ষাবর্ষে প্রতি সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন এবং স্কুল ছুটি থাকাকালীন পুরো সময় কাজ করতে পারবেন। ভারতীয় শিক্ষার্থীরা ডায়রেক্ট স্ট্রিম প্রোগ্রামের মাধ্যমে একটি দ্রুত স্টাডি পারমিট পেতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডগুলি পূরণ করতে হবে। শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের (PGWP) জন্য আবেদন করার অনুমতিও দেওয়া হবে। এই ওয়ার্ক পারমিটের মাধ্যমে পড়াশোনার পরে কানাডার যে কোনও কোম্পানিতে কাজ করার সুযোগ পাওয়া যায়। ওয়ার্ক পারমিটের মেয়াদ সাধারণত এডুকেশনাল কোর্সের সময়কালের সমান হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।