ডেস্ক নিউজ: এতদিন বৃহস্পতি তুঙ্গে ছিল রিয়াল মাদ্রিদের। পরাজয় ছিল না কোনও ম্যাচে। কিন্তু দিনকাল তো আর সব সময় একভাবে যায় না। যায় না বলেই গতকাল রায়ো ভায়েকানো তাদের মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে। লা লিগায় হেরেছে ৩-২ গোলে। এই পরাজয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সমালোচনা করেছেন শিষ্যদের। বলেছেন, ‘অনেক সময় শুধু কোয়ালিটি দিয়ে ম্যাচ জেতা যায় না।’
অবশ্য ম্যাচটায় প্রাণভোমরা কারিম বেনজিমাকে ছাড়াই রিয়ালকে নামতে হয়েছিল। তাকে বিশ্রাম দিয়েছেন কোচ। এর পরেও ম্যাচটায় মাদ্রিদের অভিজাতদের ঝাঁজ কম ছিল না। তবে বল দখলে শুরুতে এগিয়ে থেকেও ৫ মিনিটে গোল হজম করেছে। ভায়েকানোর হয়ে জাল কাঁপান কোমেসানা। স্পট কিকে লুকা মদরিচের গোলে রিয়াল ৩৭ মিনিটে সমতা ফিরিয়ে তিন মিনিট পর ব্যবধান বাড়িয়েও নিয়েছিল। গোলটি করেন এদের মিলিতাও। কিন্তু ৪৪ মিনিটে আবার সমতা ফেরায় স্বাগতিক দল। এবার গোল করেন গার্সিয়া। দ্বিতীয়ার্ধে তো পেনাল্টি থেকে অস্কার ত্রেহোর করা জয়সূচক গোলটিই পরে জয় নির্ধারক হয়ে থাকে। অবশ্য এই পেনাল্টি নিয়েও কালক্ষেপণ হয়েছে। প্রথম শটটি রিয়াল মাদ্রিদ গোলকিপার কুর্তোয়া ঠেকিয়ে দিয়েছিলেন। তখন বক্সের মধ্যে কারভাহাল ঢুকে পড়ায় নতুন করে শট নিতে বলেন রেফারি। দ্বিতীয়বার আর কোনও ভুল করেননি ত্রেহো।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।