ডেস্ক নিউজ: আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি কেন তাদের সমাবেশের জন্য ১০ ডিসেম্বর বেছে নিয়েছে– এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়া পল্টনে পার্টি অফিসে সমাবেশ করার দাবির পেছনে বিএনপির কোনও ‘বদ উদ্দেশ্য’ আছে কিনা, সেই প্রশ্নও তিনি তুলেছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এসব প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হককে পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।