বিবিসির সাংবাদিককে আটক করায় যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূতকে তলব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৫৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিবিসির সাংবাদিককে আটক করায় যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূতকে তলব

newsup
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২
বিবিসির সাংবাদিককে আটক করায় যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূতকে তলব

লন্ডন প্রতিনিধি: চীনে শি জিনপিংয়ের জিরো কোভিড পলিসির বিরুদ্ধে চলমান বিক্ষোভে দায়িত্ব পালন করার সময় বিবিসির এক সাংবাদিককে আটক ও নির্যাতনের অভিযোগ এনে যুক্তরাজ্য দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে। চীনের রাষ্ট্রদূত হিসেবে লন্ডনে নিযুক্ত আছেন ঝেং জেগুয়াং।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ঝেং জেগুয়াংকে তলব করে। এসময় তীব্র প্রতিবাদ জানানো হয় যুক্তরাজ্যের পক্ষ থেকে। ঘটনাটিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন।
সাংবাদিকদের কোনো হুমকি ও ভয়ভীতি ছাড়া তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ন্যাটোর সঙ্গে রোমানিয়ায় বৈঠকের সময় সাংবাদিকদের তিনি ঝেং জেগুয়াংকে তলবের বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার রাতে সাংহাইয়ে বিক্ষোভ চলাকালে চীনা পুলিশ খবর সংগ্রহ করার সময় বিবিসির সাংবাদিক লরেন্সকে আটক করে। বিবিসির দাবি, মুক্তি দেওয়ার আগে পুলিশ তাকে মারধর করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।