সেই ক্রিমিয়া সেতু পরিদর্শন পুতিনের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৩৬, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সেই ক্রিমিয়া সেতু পরিদর্শন পুতিনের

newsup
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
সেই ক্রিমিয়া সেতু পরিদর্শন পুতিনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী ব্রিজ ক্রিমিয়া সেতু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৮ অক্টোবর সেতুটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্রিজটি আংশিকভাবে ধসে পড়ে। নিহত হয় অন্তত তিন জন। ওই বিস্ফোরণের ঘটনাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছিল। এর দুই মাসের মাথায় অবশেষে সোমবার (৫ ডিসেম্বর) এটি পরিদর্শনে গেলেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটির মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন পুতিন।

আনুষ্ঠানিক নাম কের্চ ব্রিজ হলেও ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপন করায় এটি ক্রিমিয়া সেতু নামেও পরিচিত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও পুতিনের ব্রিজটি পরিদর্শনের কথা নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।