আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারি যিনি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৯, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারি যিনি

newsup
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারি যিনি

স্পোর্টস ডেস্ক: আগামীকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় শেষ চারের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ওই ম্যাচের দায়িত্বে পালন করবেন ইতালিয়ান রেফারি ড্যানিয়েল ওরসাতো। এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলিয়েছিলেন ওরসাতো। সেই ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল ইকুয়েডর। এ ছাড়া গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচেরও দায়িত্বে ছিলেন ওরসাতো। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

সিরি-এ রেফারি ওরসাতোকে গ্রুপ পর্বের পরে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল পর্বে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেমিফাইনালে আবার দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি মাতেউ লাহোজকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। স্পেনের রেফারি মাতেউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখিয়েছেন। এরমধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। হলুদ কার্ডের তালিকায় মেসিও রয়েছেন। ম্যাচের মধ্যে মাতেউর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির। মাতেউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা। এ ছাড়া পর্তুগাল বনাম মরক্কো ম্যাচের রেফারিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থরা। এই বিতর্কের পরে অভিজ্ঞ ইতালীয় রেফারির ওপরে মেসিদের ম্যাচের দায়িত্ব দিলো ফিফা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।