মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জর্জ কোহেন

Daily Ajker Sylhet

newsup

২৪ ডিসে ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ


মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জর্জ কোহেন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ জিতেছে একবার। তাও আবার সেটা ১৯৬৬ সালে। বিশ্বকাপ জয়ী দলটি থেকে জীবিত তিনজনের একজন ছিলেন জর্জ কোহেন। ৮৩ বছর হয়ে যাওয়া এই ইংলিশ রাইট ব্যাক মারা গেছেন।

শুক্রবার কোহেনের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফুলহাম। কোহেন ছাড়া বাকি জীবিত দুই সদস্য হলেন- ববি চার্লটন ও জিওফ হার্স্ট।

জর্জ কোহেনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ১৯৬৪ সালে। তার পর দেশের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বড় অবদান ছিল ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে। ছিলেন ওই দলের ভাইস ক্যাপ্টেনও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।