যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে: রাশিয়া

Daily Ajker Sylhet

newsup

২০ জানু ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে: রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। শুক্রবার এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের অর্ধেক সময় এরইমধ্যে অতিক্রান্ত হয়েছে। এখন আর এই সম্পর্ক উন্নয়নের কোনও আশা নেই।

এদিকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য আরও আড়াইশ’ কোটি ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বৃহস্পতিবার ঘোষিত এই প্যাকেজে স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে এই প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।